নিজস্ব প্রতিবেদকঃ
কর্মসংস্থান ও মানবিক সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য আরজেএফ ভাষা সৈনিক ড. আব্দুল মতিন স্মৃতি পদকে ভূষিত হন আন্তর্জাতিক পোষাক শিল্প প্রতিষ্ঠান শাহানা গ্রুপের চেয়ারম্যান ড. ফাতেমা রহমান। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার টুরিস্ট পিকনিক স্পষ্টে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এ পদক প্রদান করেন। ড. ফাতেমা রহমান বিদেশে অবস্থান করায় নিজ হাতে সেই দিন পদক গ্রহন করতে পারেননি। তাই গত ৭ জুন গাজীপুরের শাহানা গ্রুপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে তাকে পদক হস্তান্তর করা হয়।
এ সময় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী ও সাধারণ পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
পদক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মিজানুর রহমান অপু, সি এ ও এম এ মালেক মাতুব্বর, সিওও মোঃ জাহিদ হোসেন প্রমুখ। পদক প্রাপ্তির পর ড. ফাতেমা রহমান বলেন, যে কোন প্রাপ্তি আনন্দের। এ পদক আমাকে অনেক সন্মানিত করেছে। বিগত দিনের মত আগামী দিনেও সমাজ উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মিজানুর রহমান অপু বলেন শাহানা গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে নিবেদিত। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply