ডেক্স রিপোর্টঃ মাদারীপুরের শিবচরের পাঁচ্চর বাজারের ১৩ নং ডাইয়ারচর মৌজার, বিআর এস খতিয়ান ৪৫৩ যাহার দাগ নং৬৭৪ জমি দোকান ঘর, দীর্ঘ দিন যাবত উক্ত জমিতে বিরোধ চলে আসছে বাদী,হারুন শিকদার ও বিবাদী মনির মিয়ার সাথে।বাদীর অভিযোগ, মনির মিয়া তার লোকবল নিয়া জোরপূর্বক জমি দখলের ইচ্ছায় তার জায়গাায় রাতের আধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দালান ঘর নির্মাণ করিতেছে।যাহার দেওয়ানী মামলা নং১৪১/২২ উক্ত মামলাটি মাদারীপুরের বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। স্থানীয় ভাবে একাধিক বার সালিশ মিমাংসা করার চেষ্টা করা হলেও বিবাদী পক্ষ তা অমান্য করিয়া কাজ চালিয়ে যাচ্ছে। ফলে দু,পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এমতাবস্থায় যে কোন সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
Leave a Reply