নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম খান সোমবার দুপুর পৌনে ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ —- রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার মৃত্যুতে বিভিন্ন শ্রনী পেশার মানুষ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান, জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ খান, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান তালুকদার আনোয়ার, চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সরদার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোহসীন উদ্দিন খান, উপজেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, পৌর আঃ লীগের সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আব্দুস সালাম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রকাশ থাকে যে আজ সন্ধ্যা ৭ টায় লক্ষীপুর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply