এস.এম শহিদুল ইসলাম বাবলু ( নিজস্ব সংবাদদাতা):
গতকাল ১১জুন রাত আনুমানিক ৯টা ৩০ঘটিকার সময় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার চৌকষ টিমের বিশেষ অভিযানে লালমনিরহাট আদিতমারি থানাধীন পলাশী ইউনিয়নের টুরুর বাজারে একটি সাদা প্রাইভেট কার যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-গ -১১-৫৫৯৪ এর ব্যাগডালা হইতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় উক্ত প্রাইভেট কার হইতে চালকসহ ০২ জন আসামি পালিয়ে যায়। উক্ত প্রাইভেট কার সহ পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উদ্ধারকারি অফিসার: এসআই (নিঃ)/ নিজাম উদ দৌলা,,এএসআই(নি:) আব্দুল বারী, সঙ্গীয় কং/ রাশেদ, বেলালসহ অভিযান পরিচালনা করেন।
Leave a Reply