শাহজাহান আলী বাদল পঞ্চগড় প্রতিনিধি:
স্বাগতিক কোন দল ছাড়াই পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পঞ্চগড় বীর মুুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন টুর্নামেন্টের শুভসূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন রংয়ের শত শত বেলুন আকাশে উড়ানো হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি ৩-২ গোলে জয়পুরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় সর্বোচ্চ দুইটি গোল করে ম্যান অব দ্যা
Leave a Reply