সাভার উপজেলা প্রতিনিধিঃ কাশিমপুরের নবী টেস্টাইল এলাকায় বাড়ির মালিক মোঃ আরিফ কর্তৃক ভাড়াটিয়া মোঃ শাহ- আলম ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় আহত মোঃ শাহ আলম এর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাষ পুখুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের মকরম আলীর ছেলে।
তিনি স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন যাবত গাজীপুর জেলার পুর্ব কলতাসুতি নবী টেক্সটাইল এলাকার আব্দুর রউফ ( আরিফ) এর বাড়িতে ভাড়ায় থেকে ফুটপাতে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগী শাহ আলম বলে আমি আরিফ এর বাড়িতে ভাড়ায় থাকতাম ঔ বাসায় রুম ভাড়া ও বিদ্যুৎ বিল বেশি আসার কারণে আমার কষ্ট হয়ে যায় একজন্য গত মাসের এক তারিখ আমি রুম ছেড়ে চলে আসি।
হঠাৎ গত (৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে আমার স্ত্রীর ডিউটি শেষে বাসায় নিয়ে আসার সময় বাড়িওয়ালা আরিফ সহ তার লোকজন আমার পথের গতি রোধ করে কলার ধরে টেনে হেছড়ে তার বাসার সামনে এনে রুম ছেড়ে কেন গিয়েছি এবং এক বছরের আগে কোন রুম ছেড়ে যাওয়া যাবে না বলে মারধর শুরু করে।
এ সময় আমার স্ত্রী ও ভাতিজি আমাকে বাঁচাতে আসলে আরিফ তাদের কেউ মারধর করে এবং আমার স্ত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে কাঠের বাটাম ধারা আগাত করে, পরবর্তীতে আমি ও আমার স্ত্রীর ডাক চিৎকারে শ লোকজন এগিয়ে আসলে আরিফ ও তার সহযোগীরা বিভিন্ন হুমকিসহ প্রাণনাশের দিয়ে চলে যায়।
আমি এ বিষয়ে ন্যায় বিচারের আশায় কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
বর্তমানে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এ এস আই শাকিল আহমেদ আমাকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করছে। তুমি মামলা চালাতে পারবে না আরিফ অনেক টাকা পয়সার মালিক।
আমি তার কথায় রাজি না হওয়ায় মঙ্গলবার সকাল (১০)সময় ওসি সাহেব আমাকে থানায় যাইতে বলেছেন বলে জানিয়েছেন ।
এ বিষয়ে আব্দুর রউফ (আরিফ) এর সাথে কথা বললে তিনি জানান এই দুই ব্যক্তি আমাদের এখানে বাসায় ভাড়া ছিলো, এরা আমার বাসায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করতো এবং আমার বাসায় চুরি করে পালিয়ে চলে গেছে,
ঐদিন তাদেরকে পেয়ে ধরে নিয়ে আসছিলাম। তবে কোন মারধর করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলছেন ঐদিন তার অফিসের সামনে মারধরের ঘটনা ঘটেছে এবং অনেক লোক জমায়েত ছিল।
তবে কি ঘটনা নিয়ে মারধর করা হয়েছে তা জানি না, এতটুকু জানি আরিফ প্রকৃত পক্ষেই একজন খারাপ প্রকৃতির লোক তিনি প্রায়ই বহিরাগত লোকজনদেরকে অযথা মারধর করে একারণে অনেকেই তার ভয়ে তার সামনে যায় না।
এ বিষয়ে স্থানীয় বাড়িওয়ালা মোঃ স্বপন মিয়া জানান শাহ – আলম অনেক ভালো মানুষ সে দীর্ঘদিন যাবৎ আমার এখানে দোকান ভাড়া নিয়ে মাছ বিক্রি করে আসছে আমি কখনো তার খারাপ দেখিনি সেই লোকের বিরুদ্বে এধরনের অপবাদ দেওয়াটা আসলেই দুঃখজনক ।
তিনি আমাদের বিরুদ্ধেও একটি মিথ্যা মামলা দায়ের করেছে,।
আরিফ একজন খারাপ প্রকৃতির লোক তার বিরুদ্ধে আশুলিয়া থানা সহ বিভিন্ন থানা প্রায় অনেকগুলো সাধারণ ডাইরি সহ মামলা রয়েছে।
আমরা এই মারধরের ঘটনায় সুস্থ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ এএসআই কাশিমপুর থানা কে জানতে চাইলে তিনি বলেন আমি এসকল বিষয়ে ওসি স্যারকে অবহিত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তিনিই করবেন।
Leave a Reply