নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ডিসসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শ্রেণি শিক্ষকদের নিয়ে ( জীবন ও জীবিকা এবং ডিজিটাল প্রযুক্তি) ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় ডিসসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।
এতে ৩০০ জন শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহন করেন। এসময় সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, একাডেমি সুপারভাইজার শফিউল আলম ও প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply