শাহাদাৎ হোসেন সরকারঃ সামনে রেখে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।
এ-উপলক্ষ্যে সোমবার (১০ জুন) সকাল (১১) ঘটিকার সময় ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে আশুলিয়ার ডেন্ডাবর নোরিঙ্গারটেক হাবীব গার্ডেন হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ধামসোনা ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকার প্রায় দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
এসময় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এবং ডেন্ডাবর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব শামীম আহমদ কাসেমীর সঞ্চালনায়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাজীরচট বাইতুল কাদির মসজিদের ইমাম ও খতিব আব্দুল ওয়াহেদ কাসেমী।
পবনারটেক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হক, ডেন্ডাবর মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মো: শফিকুল ইসলাম প্রমূখ।
চেয়ারম্যান প্রার্থী অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং তার প্রতিষ্ঠান হাবীব ক্লিনিকে তাদের সকলকে চিকিৎসা বাবদ ৫০ ভাগ ছাড়ের ঘোষণা দেন।
উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা শেষে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply