নিজস্ব প্রতিবেদকঃ সততার ঐক্য মানবিক সংস্থার ২য় বর্ষপূর্তি ও প্রধান কার্যালয় উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা প্রধান গত ৭ জুন গাজীপুরের বেঙ্গল ফ্যাশন নিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্থার উপদেষ্টা মোঃ নুরুল হক মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থার প্রধান উপদেষ্টা ড, মোঃ মিজানুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন শাহানা গ্রুপের চেয়ারম্যান ও সংস্থার উপদেষ্টা ড, ফাতেমা রহমান, শাহানা গ্রুপের সি এ ও এম এ মালেক মাতুব্বর, শাহানা গ্রুপের সি ও ও মোঃ জাহিদ চৌধুরী, মীরপুর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোজ্জাম্মেল হোসেন শরীফ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়ার জুয়েল খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন গাজী ও সহ- সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক মোঃ শাফিউর রহমান কাজী। প্রধান অতিথির বক্তব্যে ড, মিজানুর রহমান অপু বলেন, সততার ঐক্য মানবিক সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কম সৌভাগ্যবান মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে এম এ মালেক মানবিক কাজের জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং শাহানা গ্রুপের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। এম এ মালেক পোষাক শিল্পের ব্যাপক উন্নয়ন ও শৃঙ্খলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক হস্তক্ষেপে বাংলাদেশের পোষাক শিল্প আজ বিশ্ব বাজারে সমাদৃত।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়ার জুয়েল খান তার বক্তব্যে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরেন ও হিসাব সংক্রান্ত বিষয়ে অবহিত করেন।
সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন গাজী তার বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply