নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া:- চুতর্থ ধাপে ৫/৬/২০২৪ ইং সকাল ৮ টা থেকে বিকাল চারটা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়, সর্বশেষ লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী৩০৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সিরাজুল ইসলাম চৌধুরী২৯৭৯৩ ভোট পেয়ে পরাজিত হয়,বেসরকারি ফলাফলে চেয়ারম্যান,খোরশেদ আলম চৌধুরী(আনারস),ভাইস চেয়ারম্যান এম.এম.মামুন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার (কলস) বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার
চেয়রম্যান
খোরশেদ আলম চৌধুরী (আনারস) ৩০৮৯৯।
সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) ২৯৭৯৩।
বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল মাবুদ (মোটর সাইকেল) ২৯১৪।
ব্যবধান – ১১০৬।
পুরুষ ভাইস চেয়ারম্যান
এম.এম.মামুন (চশমা) ৪৩১২০।
ফরহাদুল ইসলাম (তালা) ৭১৬৩।
জমিল উদ্দীন (টিউবওয়েল) ১১৮৫৭।
ব্যবধান -৩১২৬৩
মহিলা ভাইস চেয়ারম্যান
জেসমিন আক্তার (কলস) ৩৬০০৯।
শাহীন আক্তার সানা (ফুটবল) ২৫৪৪১।
ব্যবধান ১০৫৬৮।
বিজয়ী প্রার্থী খোরশেদ আলম চৌধুরী দলের প্রতি কৃতজ্ঞতা ও ভোটারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ জানাই সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য।
অপরদিকে পরাজিত প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী জনগণের পাশাপাশি ভোটারদের কে আন্তরিক ধন্যবাদ জানাই তাকে সর্বোচ্চ ভোট দিয়ে এবং সহযোগিতা করেছেন বলে।
তবে তার বিশ্বাস কোনো অদৃশ্য শক্তির ছায়া এবং কৌশলে ক্ষমতার অপব্যবহার করে ফলাফল পাল্টিয়ে আমাকে পরাজিত করেছে,
আমি মহান আল্লাহর দরবারে বিচারের ভার ছেড়ে দিয়ে লোহাগাড়া বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাধারণ মানুষের মূখে মূখে গ্রাম গঞ্জে চায়ের দোকানে ভোটের ফলাফল পাল্টিয়ে দিয়েছে এটা প্রকাশ্যে আলোচনা চলছে।
Leave a Reply