আর এ লায়ন সরকার জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর ভেলানগর জেলখানার মোড় ৬ দিনের ব্যবধানে ফের এক ব্যবসায়ীর দোকান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা অন্তত ৩ রাউন্ড গুলি ছুঁড়ে মুহূর্তের মধ্যে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট। ভয়ে মানুষ দিগ্বিদিক পালিয়ে যায়।
সোমবার সাড়ে পাঁচটার দিকে নরসিংদী শহরের ভেলানগর জেলখানার মোড় এলাকায় এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গুলি ছোড়া আর অস্ত্রের মহড়ার একটি ভিডিও ফুটেজ এরিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে ২৮শে মে মাধবদীর মেহেরপাড়ায় ভগিরথপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে রেশ কাটতে না কাটতেই জেলখানার মোড় অবস্থিত মেসার্স মোল্লা ট্রেডার্স এর ভিতর বিলাসদি মহল্লার ওহাব মোল্লার ছেলে মোহিদ মোল্লাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি করল অস্ত্রধারী। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ রয়েছে চরম আতঙ্কে। তবে পুলিশ বলছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
এ গুলির ঘটনায় চেয়ার ছিদ্র হয়ে গেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই উপজেলায় বড় ধরনের দুটি ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ চরম ভয়ে রয়েছেন। তবে পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারীদের ধরবে পুলিশ।
স্থানীয়রা আরও জানান, অস্ত্র মহড়া ও গুলির ঘটনায় একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কমেন্টে ভিন্ন জন করছেন আইনশৃঙ্খলা নিয়ে নানান মন্তব্য। এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিজেদের আধিপত্য বিস্তার করতেই এ অস্ত্র মহড়া ও গুলির ঘটনা ঘটেছে বলে জানান তারা।
ভুক্তভোগী জানান কথা কাটাকাটির এক পর্যায়ে জেলখানার মোড়ে অবস্থিত কামাল মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি বাসা থেকে পিস্তল এনে মোহিদ মোল্লার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছুড়ে, নিজেকে বাঁচাতে দোকানে রক্ষিত আসবাপত্রের আড়ালে লুকিয়ে গেলে প্রাণের রক্ষা পান।
মোহিদ মোল্লার বড়ভাই বাবু আমাদের প্রতিনিধিকে জানান বিভিন্ন সময় রবিউল দাওয়াতের কার্ডদিয়ে চাঁদা নিত, তবে ঘটনার দিনও দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। ঘটনার দিন রাতেই মোহিদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় রবিউল ইসলাম রবিকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, গত বছরের ২০২৩ সালের ২৫ মে নরসিংদীর চিনিশপুর বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক (৩২) ও আশরাফুল ইসলাম (২০)। পরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেকুর রহমান সাদেকের মৃত্যু হয়।
এর একদিন পর সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশরাফুল ইসলামের। এ ঘটনায় নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা, যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতিসহ বিএনপির ৩০ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলার আট নাম্বার আসামি রবিউল ইসলাম রবি বলে জানা যায়। অভিযোগ বিষয়ে রবিউল ইসলাম রবির বক্তব্য নিতে বাসায় গিয়ে তাঁকে না পেয়ে তার বাবা কামাল মিয়ার মুঠো ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্ত অস্ত্রধারীদের ধরতে পারবে পুলিশ।
Leave a Reply