হুমায়ূন কবির বিশেষ প্রতিনিধি:
ঢাকাস্থ মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নিজস্ব কার্যালয়ে শনিবার (১ জুন, ২০২৪) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: শাহিন হোসেন, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল হাসান কামাল, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া করিম, সিনিয়র সদস্য মোঃ বেল্লাল হোসেন,ও সদস্য মোঃ মিলন প্রমুখ।
সভার শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন,এবং সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম। সংগঠনটির সদস্যদের কাছে আয়-ব্যায় হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ বজলুর রহমান। এছাড়াও সংগঠনটির শুরু থেকে অদ্যাবধি সময়ের পথচলা ও অর্জন তুলে ধরেন সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম ও সভাপতি মো: শাহিন হোসেন। বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম পেশ করেন সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ।সংগঠনটির সভাপতি মো: শাহিন হোসেন সোসাইটি’র সার্বিক কার্যক্রম সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভাপতি মো: শাহিন হোসেন বলেন, আমরা সকলের সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজ ও সুশিক্ষা বিস্তারে অবদান, নৈতিকতা ও উন্নত আদর্শে সমাজ গঠন, মাদকমুক্ত যুব সমাজ গঠনসহ নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পাদন করবো ও মাদারীপুরবাসীকে নিয়ে সমাজে ভাল কাজ করতে বদ্ধপরিকর । সামাজিক সংগঠন মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা এ আমাদের অঙ্গীকার। এসময় তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত করে ও নৈশভোজের আয়োজন করেন ।
উল্লেখ্য, মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সকল শ্রেণী পেশার মানুষজনদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে সংগঠনটি একটি অরাজনৈতিক, সামাজিক, জনকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
Leave a Reply