1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ও সর্বভারতীয় শাখা কমিটি ঘোষণা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ করতে হবে: সাংবাদিক নেতৃবৃন্দ ১নং লামাকাজী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত জনগণের দল বিএনপিতে সুযোগসন্ধানীদের ঠাঁই নেই -গৌছ আলী ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত মহান মে দিবসে বিশ্বনাথ উপজেলা শ্রমিকদলের র‌্যালি ও আলোচনা সভা গৌরনদী উপজেলা গণ অধিকার পরিষদ কমিটি গঠন মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র‌্যালি উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থীর সাথে যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মনিরামপুরে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে পহেলা মে দিবস পালন। টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড নদীবন্দি চর নয়া বাড়ি: অবহেলায় বন্দী এক গ্রামের জীবন

আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ও সর্বভারতীয় শাখা কমিটি ঘোষণা।

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৫ দেখেছেন

আস সুফিয়ার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের এক বছর মেয়াদী (জুন ২০২৪ থেকে জুন ২০২৫) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শাহনাজ পারভিনকে সভাপতি, গুলে জান্নাত আফরোজকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এবং ৩৭ সদস্য বিশিষ্ট সর্বভারতীয় শাখা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সাহিত্যের ধার এবং সাহিত্যচর্চায় নিবেদিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ২/৬/২০২৪ খ্রি. রোজ রবিবার রাত ৯.৩০ টায় আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ফেসবুক গ্রুপে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুর রহমান নির্জয়, মামুন বিন হারুন, আশরাফুল ইসলাম রানা। যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জীবন। সাংগঠনিক সম্পাদক উম্মে রায়হানা লিয়া। সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম রানা, ন‌ঈম হাসান। সাহিত্য বিষয়ক সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ। সহ সাহিত্য বিষয়ক সম্পাদক নাহিদ হাসান প্রধান। শিক্ষা বিষয়ক সম্পাদক রোখসানা রহমান। সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পাটোয়ারী। প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক জিয়াউর, মোঃ আবু রায়হান ও নাদিম মাহমুদ। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ খান নিরব। সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক এইচ এম ইলিয়াস। পাঠাগার বিষয়ক সম্পাদক হৃদয় হাসান মুস্তাফিজ। সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ কাউসার আলী। দপ্তর সম্পাদক ছায়হাম ইসলাম হৃদয়। সহ দপ্তর সম্পাদক রোমান মিয়া। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানজিলা রহমান মৌ। সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাফেয়া বসরী রুপা। নারী ও শিশু কল্যাণ সম্পাদক সাবিনা খাতুন রহিমা। সহ নারী ও শিশু কল্যাণ সম্পাদক নাজমা পারভীন। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : মিজানুর রহমান মিজান। সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তানিশা নুসরাত স্বর্না। আইন বিষয়ক সম্পাদক মোঃ হাকিম
সহ-আইন বিষয়ক সম্পাদক ফরহাদ মুন্সী। বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ শাকিল হাসান। সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ মাসুম শাহ। পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সোহেল রেজা। সহ পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার মাহমুদ সামির। ধর্ম বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান। সহ ধর্ম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হাবিবুল্লাহ। ছাত্রবৃত্তি সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। সহ ছাত্রবৃত্তি সম্পাদক মোঃ জাহিদুল হাসান। ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: সাইফুল ইসলাম সাইফ। সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ রাজা খান। নির্বাহী সদস্য খান তন্ময়, সাইমুর রহমান তাসিব, সেজান খান, মোঃ সোহাগ মোল্যা ( ম‌ঈনুল ), মোঃ নাজিম উদ্দিন, জাহিদুল ইসলাম লিখন। প্রধান পৃষ্ঠপোষক: কবি ও শিক্ষক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পৃষ্ঠপোষক: কবি কাজী মুকুল। প্রধান উপদেষ্টা : মুফতি মুহাম্মদ কামরুজ্জামান। সিনিয়র উপদেষ্টা: প্রাকৃতজ শামীম রুমি টিটন এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি অথ‌ই নূরুল আমিন, কবি ও সংগঠক, আলমগীর জুয়েল, কবি অধ্যাপক মাহবুবুর রহমান, কবি ও সংগঠক আমিনুল ইসলাম, গীতিকার জিয়াউদ্দিন জেইন, কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের,
কবি ডা: আব্দুল হাকিম, কবি ও সংগঠক তাহেরা খাতুন, কবি ও সংগঠক খাজা হারুন, কবি ও সংগঠক মাহবুবুল আলম, কবি ও সংগঠক মরিয়ম শ্রাবনী, কবি ইব্রাহিম মনির। প্রধান সমন্বয়ক: আর মুজিব। সমন্বয়ক : জাকির আল হাসান রানা, এম এ মান্নান মান্না।

এছাড়াও সর্বভারতীয় শাখা কমিটিতে সোমনাথ চক্রবর্ত্তী সুমন (পশ্চিমবঙ্গ)কে সভাপতি ও নীহার রঞ্জন দেবনাথ (আসাম)কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়, কমিটির অন্যান্য সদস্যরা হলেন .. মুখ্য উপদেষ্টা: কান্তি দে (আসাম)। উপদেষ্টা কবি হিফজুর রহমান লস্কর, নজরুল ইসলাম বড়ভুইয়া (আসাম), কলি দেবনাথ (ত্রিপুরা), অরূপ রতন অরূপ করিমগঞ্জ (আসাম), মৃদুলা ভট্টাচার্য (শিলচর), ড. ভবেশ পাঠগিরি (আসাম)। যুগ্ম-সহ-সভাপতি: কিশোর নস্কর (পশ্চিমবঙ্গ), স্নেহলতা মন্ডল (উড়িষ্যা), কৃপামোহন চাকমা (ত্রিপুরা )। যুগ্ম সাধারণ সম্পাদক: রাজা পুরকায়স্থ (আসাম), বিষ্ণুপদ দাস (আসাম), জাকির হোসাইন (আসাম)। যুগ্ম-সম্পাদক: ইলিয়াস ঘরামী (পশ্চিমবঙ্গ), সাইফুল লস্কর (আসাম)। সাহিত্য সম্পাদক: জয়নুল ইসলাম বড়ভুঁইয়া (মনিপুর)। দপ্তর সম্পাদক: স্বপন দে (আসাম)। সাংস্কৃতিক সম্পাদক: পৌষালি দেবনাথ (আসাম), সহ-সাংস্কৃতিক সম্পাদক: বিশ্বজ্যোতি দেবনাথ (আসাম)। আন্তর্জাতিক সমন্বয়ক: জাহিদ রুদ্র (আসাম)। সাংগঠনিক সম্পাদক: তপন মুখার্জী (পশ্চিমবঙ্গ)। যুগ্ম-মহিলা সংগঠক: নীতা কবি মুখার্জী (পশ্চিমবঙ্গ), অর্পিতা বৈদ্য (ত্রিপুরা)। মুখপাত্র: জয়শ্রী জী কলিতা (আসাম)
নির্বাহী সদস্য: সত্যকাম বাগচী, অনিতা ত্রিবেদী , প্রবীর চৌধুরী রীনা মুখার্জি (পশ্চিমবঙ্গ), বীণা দেবনাথ দীপঙ্কর পোড়েল, সুমিতা চক্রবর্তী, মিঠু ঘোষ, রেনু দাস (আসাম),অনিতা চক্রবর্তী প্রমুখ।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি কবি শাহনাজ পারভীন বলেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ অতীতে যেভাবে সুনামের সাথে তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আমি আশাবাদী এই নতুন কমিটি সেই কাজকে আরো বিস্তৃত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাবে ইনশাআল্লাহ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ বলেন আমাকে উক্ত সংগঠনের পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় আমি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উক্ত এপার বাংলা ও ওপার বাংলা কমিটির সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।আশা করি প্রত্যেকটি সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত উপদেষ্টামন্ডলী আমাদেরকে যথাযথভাবে উপদেশ ও সুপরামর্শ দিয়ে শুদ্ধ সাহিত্যচর্চায় আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কে অনন্য ধারায় এগিয়ে নিতে সহযোগিতা করবেন।সকল সম্মানিত কবি লেখক গুণীজনকে সাথে নিয়ে ও সকলের সাথে সাহিত্য প্রাঙ্গনে পথ চলতে চাই।

কমিটি গঠনে বাংলা ভাষা ও উন্নয়ন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম শাহরিয়ার কবির বলেন, সংগঠন সৃষ্টির পর থেকে বাংলা ভাষা এবং এর উন্নয়ন সাধনের জন্য আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি আজ যে কমিটি ঘোষণা করা হলো এর সকল সদস্য যথার্থ ভূমিকা পালনের মধ্য দিয়ে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে। আমি আরো আশা করি উপদেষ্টা পরিষদের যে সকল যোগ্য সম্মানিত ব্যক্তিবর্গ স্থান পেয়েছেন তাদের সঠিক দিক নির্দেশনায় আজ থেকে হয়তো সাহিত্য ও সংস্কৃতি পরিষদ বাংলা ভাষা ও সাহিত্যে প্রাঙ্গনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি নির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com