মুন্নি আক্তার:
বাংলাদেশ আওয়ামী লীগের গাছা থানা, অঙ্গ সংগঠনের ও ৩৮ নং ওয়ার্ড এলাকাবাসীর যৌথ উদ্যোগে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ২০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্মরণসভার দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন মহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ সাবেক মন্ত্রী মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ও সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির। ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ২০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন খান রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আদম আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আব্দুর রশিদ মিয়া, অধ্যক্ষ বাবু প্রদীপ দেবনাথ, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ ইকবাল মোল্লা, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, সংরক্ষিত মহিলা ৩৪,৩৫,৩৬ কাউন্সিলর হাসনা হেনা, গাছা থানার আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ আমিন উদ্দিন সরকার, গাছা ইউনিয়ন পরিষদের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মশি, গাজীপুর মহানগরের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দিপ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, হাবিবুল্লাহ চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গাছা থানার সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক হাজী মামুন। আওয়ামী কৃষক লীগের কৃষক লীগের গাছা থানার সভাপতি মোঃ শাহজালাল তরুণ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিটন। আওয়ামী মৎস্যজীবী লীগের গাছা থানার সভাপতি মোঃ নবীন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামস আহমেদ রুবেল। শাহাদাত বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন,
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দরা।
স্মরণ সভার সকলের উপস্থিতিতে ৩১ মে শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে, হাজার হাজার মানুষের আগমনে, স্বাধীনতা পদক প্রাপ্ত, মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে, মৃত্যুঞ্জয়ী শহীদ আহসান উল্লাহ মাস্টার এর, খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান গাছা থানার সর্বস্তরের জনগণ।
Leave a Reply