কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি লিফলেট বিতরণ কে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরির আঘাতে শুক্রবার (৩১শে মে) দিবাগত রাত ৮.৩০ মিনিটে মুরাদ ভূইয়া (১৭) নামের এক কিশোর খুন হয়। মুরাদের জানাজার নামাজে উপজেলা পরিষদ নির্বাচনের আরেক প্রার্থী এমদাদুল হক ভূইয়া খুনের ঘঠনাকে কেন্দ্র করে পরিকল্পনা মন্ত্রী ও চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান (দোয়াত-কলম) কে এই অপমৃত্যর জন্য দোষী করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রবিবার (২ জুন) বিকাল ২.৩০ মিনিটে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডের ভূইয়া সুপার মারর্কেটে আমিনুল ইসলাম শাহান এর অস্থায়ী নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান তার বক্তব্যে বলেন, আমি মুরাদের জানাজার নামাজে শরিক হয়েছি। জানাজার নামাজের পূর্বে আমাকে কথা বলার জন্য বলা হলে, আমিও মুরাদ হত্যা সঠিক বিচার চেয়েছি। কিন্তু জানাজার নামাজে উপস্থিত আমার প্রতিদ্বন্দ্বীরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও আমাকে দোষী করে বক্তব্য উপস্থাপন করেছেন।
যা সঠিক নয় কোন প্রকারের প্রমাণ ছাড়া এ ধরনের কথাবার্তা জনসম্মুখে বলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে ঐ প্রার্থীরা। এসময় তিনি আরও বলেন, নান্দাইল নতুন বাজারঅস্ত্র আমার নির্বাচনী অফিস ছিল, যা গতকাল শনিবার বেলা ১২টায় আমার নির্বাচনী অফিসে টানানো পোস্টার ছিড়ে ফেলে এবং মোটরসাইকেলের পোস্টার লাগানো হয়েছে। এ বিষয়ে আমি নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের নির্বাচনী প্রধান সমন্বয়ক চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া ও সহকারী সমন্বয়ক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু তাদের বক্তব্যে বলেন, মুরাদ হত্যার বিচার আমরাও চাই।
তাছাড়া মুরাদ হত্যা মামলার এজাহারে কোথাও পরিকল্পনা মন্ত্রীর নির্দেশনায় অথবা দোয়াত কলম প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নাই। অহেতুক জানাজার নামাজে এ ধরনের কথাবার্তা বলে নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আনারস প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপস্থিত নান্দাইল পৌরসভার প্যানেল মেয়র এবং নিহত মুরাদের চাচাতো ভাই শফিকুল ইসলাম ভূঁইয়া শফিক বলেন, আমার ছোট ভাই মুরাদ কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল না। ঘটনার দিন তাকে ডেকে নেওয়া হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply