এস এম শহিদুল ইসলাম(বাবলু) নিজস্ব সংবাদদাতাঃ
লালমনিরহাটে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে-৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার( ৩০ মে, রোজ:শুক্রবার বিকেলে শহরের মিশন মোড় এলাকায় বিএনপি’র অস্থায়ী কার্যালয় (হামার বাড়িতে), লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি,সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব(দুলু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলাদমাহফিষ ও আলোচনা সভা শেষ করে সাধারণ পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা একেএম মমিনুল হক,পৌর বিএনির সভাপতি আফজাল হোসেন,সদর উপজেলা বিএনির যুগ্ন আহবায়ক এবি এম ফারুক সিদ্দিকী,জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাডঃজিন্নাত ফেরদৌস আরা রোজী প্রমূখ।এসময়ে,দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply