শাহাদাৎ হোসেন সরকারঃ
আশুলিয়ার আউকপাড়ায় সরকারি কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নবাব এস্টেটের ৩৭ শতাংশ জমি উদ্ধার করেছেন আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে আউকপাড়ায় কোর্ট অব ওয়ার্ডসের ৩৭ শতাংশ জমি লীজ সূত্রে মালিক মর্তুজা সরকার গং
এর লীজকৃত জমি কেয়ারটেকার অবৈধ দখলদার ভূমিদস্যু মাসুদ রানা কর্তৃক স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জবর দখল করে রাখা উক্ত জমি দখলমুক্ত করে মর্তুজা সরকার গং কে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উক্ত জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ২০ টি দোকান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা যায় প্রায় দশ বছর আগে মর্তুজা সরকার গং কোর্ট অব ওয়ার্ডসের উক্ত ৩৭ শতাংশ জমি লীজ সূত্রে মালিক হয়ে বছর বছর লীজ নবায়ন করে সরকারী রাজস্ব সমৃদ্ধ করে আসছেন।
মর্তুজা সরকার গং উক্ত সম্পত্তি দেখা শোনার জন্য মাসুদ রানা নামক ব্যাক্তিকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ করে।
পরবর্তীতে ভূমিদস্যু মাসুদ রানা উক্ত সম্পত্তির নবাবদের ওয়ারিশ সূত্রে মালিক দাবি করে স্থানীয় সন্ত্রাসী দখলবাজদের সহযোগিতায় দোকান পাটসহ স্থায়ী স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যাক্তিকে ভাড়া দিয়ে লীজি মর্তুজা সরকার গংকে সম্পত্তিতে প্রবেশ ও ভোগ দখলে বাঁধা দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো।
এবং কি সম্পত্তির আশে পাশে দেখলেও তাকে সন্ত্রাসীদের মাধ্যমে বলপূর্বক তাড়িয়ে দেয়া হতো।
এরই প্রেক্ষিতে আজ উক্ত ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার ( ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল জনাব আশরাফুর রহমান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময় তিনি বলেন ডিসি মহোদয়ের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করে কোর্ট অব ওয়ার্ডসের উক্ত জমিটি উদ্ধার করে লীজ সূত্রে মালিক মর্তুজা কে বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন আশরাফুল রহমান আশুলিয়া রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) কানুনগো মোঃ হাবিবুল্লাহ, সার্ভেয়ার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন কোর্ট অব ওয়ার্ডসঃ ঢাকা নবাব এস্টেটের সহকারী ম্যানাজার (সম্পত্তি) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি ম্যানাজার (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সার্ভেয়ার জামালসহ প্রশাসনের অনেক সদস্য। এ বিষয়ে সাধারন মানুষ বলেন, অবৈধ দখলে থাকা সকল সরকারী সম্পত্তি উদ্ধার করে সঠিক ব্যবস্থাপনায় আনা হলে সরকারের রাজস্ব বহুগুন সমৃদ্ধ হবে।
শুধু আউকপাড়া নয় ঢাকা জেলার সাভার- আশুলিয়ায় ভূমিদস্যুদের দখলে রয়েছে সরকারের হাজার হাজার একর সম্পত্তি রয়েছে,
সেই সম্পত্তি গুলো দখলমুক্ত করে সরকারী জমি রক্ষার্থের অগ্রণী ভূমিকা পালন করবেন সরকার এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ।
Leave a Reply