এস এম শহিদুল ইসলাম (বাবলু):নিজস্ব সংবাদদাতাঃ লালমনিরহাট আদিতমারী উপজেলাতে অটোরিস্কা উল্টে মজিদুল ইসলাম (৪৫) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ৩০ মে দুপুর উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর এলাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে এবং জামুরটারী চৌহাটি জামে মসজিদের ইমাম মজিজুল ইসলাম।
স্থানীয়রা জানান ইমাম মজিদুল ইসলাম তার স্ত্রী সন্তানসহ স্বপরিবারকে নিয়ে একটি অটো রিস্কাযোগে রংপুরে যাওয়ার সময় পথিমধ্য পলাশী মদনপুর এলাকায় একটি ট্রাকে সাইট দিতে গিয়ে অটোরিস্কা উল্টে পাশে পুকুরে মধ্যে পড়ে যায়। এই দুর্ঘটনায় মজিদুল এবং তার স্ত্রী মোছাঃশালমিনসহ ৩ জন আহত হলে স্থানীয় জনগন তাদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মজিদুল ইসলামের মৃত্যু ঘোষণা করেন।
সারপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআঃআজিজ বলেন,মজিদুল ইসলাম আমার এলাকায় একটি জামে মসজিদেল ইমাম উনার বাড়ি ৮নং ওয়ার্ডে উনি একজন অত্যন্ত ভালমনের মানুষ। ঊনার দুর্ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা।উনার প্রথম যানাযা নামাজ আমার এলাকাতেই হবে।
তিনি আরো জানান,মতে মজিদুল হুজুরের স্ত্রী মোছাঃ শারমিনের হাতে ও বূকে ব্যথা পেয়ে কিন্তু সাথে থাকা ২ সন্তানের কোন ক্ষতিগ্রস্ত হয়নি।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী।।।
Leave a Reply