মুন্নি আক্তার:গাজীপুরের গাছা এলাকা থেকে ৩ ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। উপ -পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) নির্দেশে গাছা থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)সজিব দেবনাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া ওরফে (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া(২১) ও বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (২৫)।গ্রেপ্তারকৃত রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি,টুটুলের বিরুদ্ধে দুইটি ও সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ ইব্রাহীম খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে তাঁরগাছ এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। পরে পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে বৃহষ্পতিবার তাদের গ্রেপ্তার করে।
সম্মেলনে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাঁর প্রতিনিয়ত মাদক কারবার ও ছিনতাইয়ের সাথেও জড়িত। তাদের কাছে থাকা একটি চাপাতি, একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ ও নগদ ১হাজার ২০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মো.হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল ইসলাম পিপিএম প্রমুখ
Leave a Reply