এস এম শহিদুল ইসলাম(বাবলু) নিজস্ব সংবাদদাতা:
গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ উপজেলার ঢোলভাংগা ইউনিয়নের ব্রীজবাজার গ্রামের মরহুম আজিজুল হক ও মোছাঃফরিদা বেগমের মেয়ে মোছাঃসাথী আক্তার(২২)নামের প্রতারক প্রেম-ভালোবাসার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে একাধিক যুবকদের।
এই প্রতারকের মা মোছাঃফরিদা বেগম তার প্রতারক মেয়ে মোছাঃসাথী আক্তার কে দিয়ে রং নাম্বারে যুবকদের সাথে প্রেম-ভালবাসা নাটকীয় ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট জেলার পাট গ্রাম বাউরার মোঃ রাজিবুল ইসলাম বাবু(২৫) নামের একভুক্তভোগী যুবক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাট গ্রাম উপজেলার ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা জাহিদ হোসেন শিপু।
আজ ৩০মে বিকাল ৩ ঘটিকার সময় সংবাদ সম্মেলনে প্রতারক মোছাঃসাথী আক্তার ও প্রতারকের মা মোছাঃ ফরিদা বেগমের বিরুদ্ধে লিখিত বক্তব্য অভিযোগ করে ঐ ভুক্তভোগী রাজিবুল ইসলাম বাবু বলেন, ঐ প্রতারক মোছাঃসাথী আক্তারের মা মোছাঃফরিদা বেগমের সাথে ভুক্তভোগী রাজিবুল ইসলাম বাবু রং নাম্বারে মোবাইল ফোনে পরিচয় হয়ে দীর্ঘ ১ বছর যাব ফোনে কথাবার্তা বলতেন এরই এক পর্যায়ে ঐ প্রতারকের মা মোছাঃফরিদা বেগম ঐ ভুক্তভোগী রাজিবুল কে ঢাকা গাবতলী মিরপুর দ্বীপনগর সুইজ গেইটে তাদের ভারা বাসায় ঢেকে নেন এবং ঐ প্রতারক মোছাঃসাথী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ইতিমধ্যেই গত ১৩/০৩/২০২৪ ইং ঐ ভুক্তভোগী রাজিবুল কে আবারো প্রতারক মোছাঃসাথী আক্তার ও প্রতারকের মা মোছাঃফরিদা বেগম ফোন করে ঢাকাতে এনে ইচ্ছার বিরুদ্ধে ঘরে আটক রেখে জোরপূর্বক বিবাহ করতে বাধ্য করে ২ লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে ঐ ভুক্তভোগী রাজিবুলকে শারীরিক মানসিক নিযাতন করে বিবাহিত স্ত্রী মোছাঃসাথী আক্তারকে দিয়ে ঐ ভুক্তভোগীকে জীবন নাশের হুমকি দেখিয়ে বের করে দেন।
ভুক্তভোগী রাজিবুল ইসলাম বাবু সংবাদ সম্মেলন বিভিন্ন সাংবাদিকদের আরো জানান, মোছাঃসাথী আক্তার ও প্রতারকের মা মোছাঃ ফরিদা বেগম শুধুমাত্র প্রতারক ও কাবিন ব্যবসায়ী নয় তারা মা ও মেয়েরা উভয় প্রতারক চক্রের মুল হোতা,চিটার ও বাটপার।
এছাড়াও ঐ ভুক্তভোগী মোঃরাজিবুল ইসলাম বাবু জানান.গাইবান্ধা জেলার তুলশিঘাট উপজেলার মোঃআঃরহিম ঘোড়াঘাট উপজেলার মোঃমিলন প্রেম-ভালবাসার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
দিনাজপুর বিরামপুর উপজেলার দোহাটি গ্রামের সাজেদুল ইসলাম সাথে বিবাহ করে কিছু দিন পর নারীশিশু মামলা করে কাবিনের ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করেছে ঐ সাজেদুল নামের ভুক্তভোগীকে।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক লালমনিরহাট জেলার এক সিনিয়র সাংবাদিককে প্রেমের খপ্পরে ফেলে হাতিয়ে নিয়েছে প্রায় দেড় লক্ষাদি টাকা।।
এসকল ভুক্তভোগীদের মাঝে রাজিবুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে”দৈনিক ঘোষণা”ও “দৈনিক জনতার লালমনিরহাট” ও “সাপ্তাহিক চলমান লালমনিরহাট” পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক “এস.এম.শহিদুল ইসলাম(বাবলু)ও দৈনিক সরেজমিন পত্রিকা সিনিয়র স্টাফ সহ বিভিন্ন মাল্টিমিডিয়া পত্রিকায় সাংবাদিকদের বলেন,এই প্রতারক চক্রের মুল হোতা মোছাঃফরিদা বেগম ও তার মেয়ে প্রতারক মোছাঃসাথী আক্তার ও বড় মেয়ে মোছাঃ আরজিনা বেগমের নামে লালমনিরহাটে আদালতে সি. আর.পিটিশন নংঃ ২৯৮৭/২৪ ধারাঃ৪০৬/৪২৮/৪৯৫/৩৮৬/৫০৩(৩৪)দঃবিঃ। মামলা দায়ের করেন যা বর্তমানে তদন্তাধীন চলমান আছে।
এছাড়াও আরো অন্যান্য ভুক্তভোগীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ঐ প্রতারক মোছাঃসাথী আক্তার ও মোছাঃ ফরিদা বেগমগের এলাকা থেকে সরেজমিনে আরো জানা যায়, ঐ প্রতারক চক্রের মুল হোতা মোছাঃফরিদা বেগম তার মেয়ে মোছাঃসাথী আক্তারকে দিয়ে ঐ এলাকার একাধিক ছেলেদের কে প্রেম ভালোবাসার ফাঁদে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন বর্তমান নারায়ণগঞ্জ পন্চবটি বিসিক শাহী মসজিদের পাশে বাসা ভাড়া নিয়ে মেয়ে কে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম পরিচালনা করে মানুষকে প্রতারিত করে আসছে বলে জানা যায়।
Leave a Reply