কামরুজ্জামান রুবেল নান্দাইল ময়মনসিংহ:
স্ত্রী সন্তানকে ঘুমে রেখে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনাম খালি গ্রামে গত বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন পেশায় আইসক্রিম বিক্রেতা ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়- বৃহস্পতিবার রাতে স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খান আওলাদ। বিদ্যুৎ না থাকার গভীর রাতে বিছানায় ঘুমাতে যান। স্ত্রী, সন্তান বিছানায় ঘুমিয়ে পড়লে কোন এক সময় আওলাদ ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে থাকে ঘরের আড়ার সঙ্গে। স্ত্রী সকালে স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের মানুষজন দৌড়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন বলছেন, ঘঠনার দিন দিবাগত-রাতে আওলাদ জামতলা বাজারে চা দোকানে লুডু খেলে রাত ১০টার সময় বাড়ির উদ্দেশ্য রওনা হয়। আওলাদের কথা বার্তা বা আচরণে বুঝাযায়নি রাতেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করব।
স্থানীয় চা দোকানী রাসেল ও ইয়াসিন বলেন, “ঘঠনার রাতে আমার দোকান থেকেই রাত ১০টার সময় বের হয়ে গেছে, ঐ রাতে আওলাদের কাছে আমার বিল ছিল ১৪০ টাকা, এর মাঝে ২২টাকা বাকি রেখে গেছে এবং বলেছে আগামীকাল বাকি টাকাটা দিবে।”
নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু লোকজন বলেন, আওলাদের স্ত্রীর পরকীয়ায় লিপ্ত ছিল। এটা এলাকার সকলেই জানে। এর জন্যেও এই ঘটনা ঘটতে পারে।”
নিহত আওলাদ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম পরকীয়ার বিষয়ে জানান- “গ্রামের লোক এখন কত কিছুই বলবে। সব সংসারের টুকি-টাকি সমস্যা হয় সমাধানও হয়ে যায়। আমার স্বামীর বুদ্ধির কম ছিলো।”
এব্যাপারে থানার পরিদর্শন (তদন্ত) আবুল হাসেম বলেন- প্রাথমিকভাবে ফাঁসিতে ঝুলে মৃত্যু ধারণা করা হলেও পরিবারের কথাবার্তায় রহস্য থাকায় লাশ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে রহস্য উন্মোচন হবে।
Leave a Reply