বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
তৃতীয় ধাপে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম।
মঙ্গলবার(২৮মে) সকালে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৬টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক।
তিনি জানান, ভোট গ্রহণের মালামাল পৌঁছানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন,জুডিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন,বিজিবি ৪ প্লাটুন,পুলিশের ১০টি স্ট্রাকিং ফোর্স সহ প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার টিম থাকবে ভোটের মাঠে।
বুধবার সকাল ৮টা থেকে ব্যালেটের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ২লাখ ১০হাজার ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এরমধ্যে ১লাখ ১০হাজার ৫৯৬জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৪জন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply