ফারুক হোসেন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
বুধবার(২৯মে)তৃতীয়,ধাপে,পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ছিলেন মরিয়া। গিয়েছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিয়েছেন বিভিন্ন প্রতিশ্রুতি।ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।পীরগঞ্জ উপজেলয় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব (ঘোড়া) এবং উপজেলা বিএনপির সাবেক সমবায়–বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সুকুমার রায় (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দলের নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় সুকুমার রায়কে সম্প্রতি বহিষ্কার করেছে দলটি।। উপজেলার ৭৬টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ২৯ তারিখ । এ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৪ হাজার ৮৭৪, মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৭৮৭জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদন্ডীতা করছেন। এ উপজেলায় ১২ জন ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি সহ পর্যাপ্ত পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই উপজেলায় দলের দুই প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এই বিভক্তি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়েছে।এছাড়াও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে সাধারণ মানুষ মুখ খুলেছে দুই প্রার্থীর এই আলোচনার সমালোচনা করেছেন সাধারণ ভোটার। আর এই আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, প্রার্থীদের প্রচারণা উঠানো বৈঠকের মাধ্যমে। অনেকেই বলছেন নেতাদের সত্য মিথ্যা বক্তব্যের কারণে তাদের পছন্দের প্রার্থীদের দোষ ত্রুটি বিবেচনা করে ভালো মানুষকেই ভোট দিবেন ।
তবে এই এই উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান,আখতারুল ইসলাম,ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব দুজনে কোন অংশে কম না দু’জনেই হেবিওয়েট প্রার্থী।
Leave a Reply