ফারুক হোসেন পীরগঞ্জ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃতীয় ধাপের অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্বাচনি মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুম থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে মালামাল তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার রমিজ আলম।
এ উপজেলার ৭৬টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪ হাজার ৮৭৪ জন, মহিলা ভোটার এক লাখ এক হাজার ৭৮৭ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদন্ডীতা করছেন।
নির্বাচন শান্তিপূন করতে ১২ জন ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি সহ পর্যাপ্ত পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply