শাহাদাৎ হোসেন সরকার:
সাভার সাব বন বিট অফিসের আওতায় ছোট কালিয়াকৈর এলাকায় বনের জমি দখল করে গড়ে উঠেছে রাস্তা লেবু সহ বড়ই বাগান।
সরকারি জমিতে ব্যক্তিগত রাস্তা দিতে বাঁধা প্রধানে বন বিভাগের কর্মচারীকে মাধর হুমকি প্রধান করায় থানায় ডাইরি করেছেন সাভার সাব বন বিট অফিসার মুহিদুল ইসলাম (জয়)
ডাইরি সুত্রে জানা যায় ছোট কালিয়াকৈর এলাকায় হাজী লোকমান হোসেন (ডালি) নামে এক ব্যক্তি সরকারি বন বিভাগের প্রায় ৩/৪ একর সম্পত্তি দখল করে গড়ে তুলেছেন বড়ই বাগান লেবু বাগান সহ চলাচলের জন্য তৈরী করছেন রাস্তা।
এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন রাজস্ব হারাচ্ছে সরকার।
এবিষয়ে লোকমান হোসেন (ডালি) এর সাথে কথা বললে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত সাভার বন বিট অফিসের দালাল ইয়াসিনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তৎকালীন সময় বন বিট কর্মকর্তাকে ম্যানেজ করেই লেবু বাগান ও বড়ই বাগান করেছি।
এবং তখন করা যে রাস্তাটা ছিল উক্ত রাস্তাটি মেরামতের কাজ করাচ্ছি, এমন সময় বর্তমান সাভার সাব বন বিট অফিসের কর্মকর্তা মহিদুর রহমান (জয়) উক্ত কাজে বাঁধা প্রদান করছে।
এবিষয়ে মহিদুর রহমান (জয়) বলেন হাজী লোকমান হোসেন (ডালি) দীর্ঘদিন যাবত সরকারি জমি দখল করে বানিজ্য করে আসছে সরকার হারাচ্ছি রাজস্ব।
সেই সরকারি সম্পত্তি রক্ষার্থে রাস্তার কাজে বাঁধা প্রদান করলে লোকমান হোসেন (ডালি) এলাকার দাপট দেখিয়ে আমাদের প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে এতে আতঙ্কিত আমরা।
তবে এ বিষয়ে আইনগত সহায়তার জন্য ঢাকা কোর্টে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
আর ভুক্তভোগী বন বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন স্থানীয় দালালদের কারণে সরকারি বন ও জমি রক্ষার্থে আমাদের বাঁধার মুখে পড়তে হচ্ছে।
কেউ শুনছেন না কারো কথা? আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দখল করছেন সরকারি জমি।
উপরোক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে হাজী মোঃ লোকমান হোসেন (ডালি) এর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাভার সাব বন বিট অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দু প্রমুখ ।
Leave a Reply