1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাভারে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে ভালনারেবল ইউমেন বেনিফিট কার্যক্রমের আওতায় উপকারভোগী বাছাইয়ে গণশুনানি আশুলিয়ায় জমি জবরদখল ও সন্ত্রাসী মতিনের বিরুদ্ধে মানববন্ধন পোড়া ক্ষত পেরিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই আরএমপির গ্রীনল্যান্ড গার্মেন্টস লিঃ এর বয়লারে খন্ডকালীন ইলেকট্রিশিয়ান হৃদয়কে হত্যা কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ মাদক কারবারি আটক কেএমপি কমিশনারের পদত্যাগের আন্দোলন বিশেষ মহলের প্রচারনা। মহা মহীয়ান  কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার সৈয়দপুরে পেশাগত কাজে বাঁধা সাংবাদিক লাঞ্ছিত শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে,নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাভারে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

ফয়সাল স্টাফ রিপোর্টার: সাভারে বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড কারখানা দখল হয়ে যাওয়ার অভিযোগে দখলের তথ্য সংগ্রহ হরতে গিয়ে নাগরিক টিভি ও ডেইলি স্টারের সাভার প্রতিনিধি আকাশ মাহমুদ হামলার শিকার হয়েছেন। রোববার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কারখানার এক কর্মকর্তা বলেন, সকাল নয়টার দিকে দেড় শতাধিক বহিরাগত প্রাচীর টপকে ভেতরে ঢুকে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কারখানার নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে তাঁরা সিসিটিভি ক্যামেরা ও কম্পিউটার ভেঙে ফেলেন। এরপর তাঁরা নিরাপত্তাকর্মীদের কারখানা থেকে বেড় করে দিয়ে ফটকে নতুন তালা ঝুলিয়ে দেয়। এ সময় দ্য ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকাশ মাহমুদ ছবি তুলতে গেলে হামলাকারীরা তাঁকে মারধর করে, একজন নিরাপত্তা কর্মী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে কারখানাটি দখল হয়ে যায়।’

কারখানাটির পরিচালক অভিজিৎ রায় বলেন, ‘১৯৮৬ সালে কারখানাটি চালু হয়। রাশেদ মাসুদ খানসহ কয়েকজন কারখানাটির মালিক ছিলেন। তাঁরা ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ২০০৭ সালে কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে ২০১২-১৩ অর্থ বছরে আমার বাবা বিশ্বজিৎ রায় রাজধানীর রমনায় অগ্রণী ব্যাংকের করপোরেট শাখা থেকে ১ লাখ ৯৫ হাজারটি মালিকানা শেয়ারের মধ্যে ১ লাখ ৪৫ হাজার মালিকানা শেয়ার ক্রয় করে মালিক হন। কারখানাটির পরিচালনা পরিষদ আমার বাবাকে ব্যবস্থা পরিচালকের দায়িত্ব দেন।’ শেয়ার কেনার পর থেকে আমরা কোনো রকমে এটি চালাচ্ছিলাম। কিন্তু কয়েক মাস ধরে আগের মালিকের স্বজনেরা এটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এ জন্য নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যাতে নতুন কেউ কারখানার দখল নিতে না পারে। বিষয়টি সাভার থানাকেও জানানো হয়েছে। এরপরেও শেষ রক্ষা হলো না’ রোববার সকাল নয়টার দিকে বহিরাগতরা যখন কারখানায় হামলা চালায় তখন সাভার থানাসহ জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানাই

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, বেঙ্গল ফাইন সিরামিকের ভেতরে একজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে কল পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। তবে কারখানা দখল হয়েছে কি না তা আমাদের জানা নেই। কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।, ‘দখলের খবর পেয়ে আমরা কারখানায় গিয়ে যাদের পেয়েছি তাঁরা মুখ খোলেননি। তাই কারা আগের মালিক আর কারা দখলদার তা বোঝা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com