বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালীকে অশান্ত করার পাঁয়তারা চলছে জানিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন বলেন,উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শান্তি বহিরাগত মহিলা এনে লিফলেটের সাথে ঘরে ঘরে কালো টাকা বিতরণ করা হচ্ছে।
শনিবার (২৫ মে) দুপুরে পৌর সদরের একটি রেস্তোরাঁয় উপজেলার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ভোটের মাঠে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে নুরুল আমিন চৌধুরী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং বোয়ালখালীর উন্নয়নের কথা মাথায় রেখে ভোটারদের কেন্দ্রে যেতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করতে হবে।
তিনি আরও বলেন, মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার পরিবারের অতীত-বর্তমান সবই এলাকাবাসী জানেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত আছি, থাকবো।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমেরিকান প্রবাসী মো.নাছের মাষ্টার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবসার উদ্দিন আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা এম এম ইউছুপ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবসার হীরা, শেখ শহীদুল আলম, মোশারফ হোসেন ছোটন, হাবিবউল্লাহ খান সোহেল, সুচয়ন সেনগুপ্ত, মো.হেলাল, মো.মনসুর, বেলাল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, ওমর ফারুক রণজিৎ সেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, অধীর বড়ুয়া, মো.সেলিম, সেকান্দর আলম বাবর, দেবাশীষ বড়ুয়া রাজু, নাঈম উদ্দিন প্রমুখ।
Leave a Reply