ফারুক হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১’শ পিচ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুজন মিয়া নামে একজন কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। বুধবার বিকালে উপজেলার পৌর মহল্লার মিত্রবার্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা পৌর মহল্লার মিত্রবাটি এলাকায় অভিযান চালান। এসময় সুজন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে তল্লাসী করে ১০০পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তাকে। সুজন মিয়া, জগথা মহল্লার মৃত দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে,গোপনে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, সুজন কে মাদক সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply