মোঃ আইয়ুব আনছারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ১৬ মে ২০২৪, ফেইসবুকে শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের একটি ভিডিও স্থানীয়ভাবে ভাইরাল হয়। নির্যাতিত ছাত্রের পিতা মোঃ রফিকুল ইসলাম সোহেল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৬, তারিখঃ ১৬ মে ২০২৪।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে।
ভুক্তভোগী, ভাইরাল ভিডিও ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র আরফিন মাহমুদ দু’দিন অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে ২২ এপ্রিল ২০২৪ একই প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়।
ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় মামুনের সাথে একই স্কুলের মোঃ মকসুল মিনার ও মোঃ সাইদুর রহমান নামে দু’জন শিক্ষক উপস্থিত ছিলেন। মারধরের সময় তাদেরকে নীরব থাকতে দেখা যায়। আরফিনকে কাঠের লাঠি ও স্টিলের পাইপ দিয়ে নির্মমভাবে মারধর ও লাথি-কিল-ঘুষি দেওয়া হয়েছে বলে আরফিন অভিযোগ করেন। যার ফলে শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ, কানে শুনতে না পারা এবং বাম চোখে দৃষ্টিশক্তি নষ্ট হওয়াসহ গুরুতর জখম হয়েছে।
ঘটনার পর, আরফিনকে স্থানীয় একজন পল্লী চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ের একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয়।
অভিযুক্ত মোঃ আবদুল্লাহ আল মামুন ঘটনাটি কাউকে জানালে আরফিন ও তার পরিবারকে ভয়াবহ পরিণতির হুমকি দেন বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।
বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের অনেকেই এরকম নির্মম নির্যাতনের শিকার হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান।
ভিকটিম আরফিন মাহমুদের পরিবার, এলাকাবাসী ও ভাইরাল ভিডিও দর্শনকারী নেটিজেনরা অভিযুক্ত মোঃ আবদুল্লাহ আল মামুনের উপযুক্ত শাস্তি দাবি করেন।
Leave a Reply