প্রতিবেদক আর এ লায়ন সরকার: নরসিংদীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি’র ব্যক্তিগত অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ মে) নরসিংদী সঙ্গীতার মোড় সংলগ্ন সংসদ সদস্যের পৈত্রিক বাড়ীতে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অফিস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয। আলোচনা সভার শুরুতে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সাংসদ ফরিদা ইয়াসমিন এমপি।
সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন একজন সংসদ সদস্যকে যাতে সকলে কাছ থেকে সকল বিষয়ে অবগত করতে পারেন এবং সমস্যার কথা জানাতে পারেন সে লক্ষ্যে নরসিংদীতে ব্যক্তিগত অফিস উদ্বোধন করা হয়েছে। সবাই নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু বলেন সংসদ সদস্যের এরকম উদ্যোগকে স্বাগত জানাই, সাধারণ মানুষ সংসদ ভবনে যেতে পারেন না, এখন থেকে সকলেই তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
আলহাজ্ব মাহমুদুল হক টিপু আরো বলেন যতজনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাহফুজুল হক টিপু, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। এ সময় নরসিংদী জেলা আওয়ামী লীগের
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply