এস এম জহিরুল ইসলামঃ
আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে বিজয়ী করতে রাত দিন প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা মহানগর উত্তরের বৃহত্তর মিরপুর থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্র লীগ নেতা মোজাম্মেল হোসেন শরীফ। তিনি চরকালেখান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আনারস প্রতীকের জন্য ভোট চাইছেন। সাথে ঢাকা থেকে আগত তার সফর সঙ্গীরা রয়েছেন।
মোজাম্মেল হোসেন শরীফ ভোটারদের কাছে বলেন, আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একজন সাদামনের আলোকিত মানুষ। মুলাদীর উন্নয়ন, শান্তি আনয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একটি স্মার্ট মুলাদী গড়তে তিনি সদা সোচ্ছার। তাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করতে হবে। তা হলেই মুলাদী হবে একটি আদর্শ উপজেলা।
চরকালেখান ইউনিয়নবাসীকে মোজাম্মেল হোসেন শরীফ বলেন আমরা আনারস প্রতীকের সর্বোচ্চ ভোট দিয়ে প্রমানিত করে দিব আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে আমরা কতটুকু ভালবাসী। আমাদের প্রত্যাশা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুও সেই ভালবাসার মুল্যায়ন একদিন করবে।
Leave a Reply