এস এম জহিরুল ইসলামঃ আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনে মুলাদী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন বরিশাল- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ টিপু সুলতান। তিনি বুধবার বিকালে চরকালেখান বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে আনারস প্রতীকের জন সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান। তিনি বলেন, আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একজন সাদামনের আলোকিত মানুষ। সে কোন দুর্নীতির সাথে জড়িত নয়। বিপদে আপদে সব সময় তাকে কাছে পাওয়া যায়। তাই আলহাজ্ব তারিকুল হাসান মিঠুকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
চরকালেখান ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন বেপারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা আঃ লীগের সিনিয়র সহসভাপতি মোঃ দুলাল মোল্লা, উপজেলা আঃ লীগের সহসভাপতি ও চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খান, আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম মিঠু, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সভায় প্রায় আড়াই হাজার জনগন উপস্থিত থেকে আনারস প্রতীকের প্রতি সমর্থন জানান। আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, বিগত ১০ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে সেবা দিয়েছি। আমাকে পুনরায় সুযোগ দিন মুলাদীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে উপহার দেয়ার চেস্টা করব ইনশাআল্লাহ।
Leave a Reply