এস এম জহিরুল ইসলামঃ আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তার পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের বিশিষ্ট লেখিকা দীপ্তি ইসলাম। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার ও সমাজ উন্নয়ন বিষয়ক কলাম লেখক। দৈনিক জনকণ্ঠে তার লেখা প্রকাশিত কলাম নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় রোধে সচেতন করেছে। একাধারে তিনি মুলাদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
দীপ্তি ইসলাম মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে জন্মগ্রহণ করলেও পারিবারিকভাবে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করেছেন। তার পরও নিজ এলাকার প্রতি তার রয়েছে গভীর ভালবাসা। সেই চেতনা বাস্তবায়নের জন্য এলাকার নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর নানা গুনের কথা প্রচার করছেন। আগামীতে পুনরায় নির্বাচিত হলে স্মার্ট মুলাদী প্রতিষ্ঠা করবেন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু সেই কথাও জানান দিচ্ছেন জনগনকে।
শহরে বাস করা একজন মানুষ হলেও সেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত পায়ে হেটে ঘুরে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে আর চর থেকে চরে।
তার প্রত্যাশা সফিপুর ইউনিয়নে পুরুষের পাশাপাশি সর্বোচ্চ নারীদের ভোট পাবে আনারস প্রতীক। দীপ্তি ইসলাম সকলের প্রতি আহবান জানান ২১ মে সারাদিন আনারস প্রতীকে ভোট দিয়ে মুলাদীর জনগন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন।
Leave a Reply