রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দল থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে রংপুর জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামানিককে।
রংপুর জেলা বিএনপির সদস্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের একজন প্রার্থী। অপরজন গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের একজন প্রার্থী।
সোমবার (১৩ মে ) দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি’র নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্যকোনো মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মোকাররম হোসেন সুজন বলেন, আমি নির্বাচন করবো।আমার সিদ্ধান্তে আমি অটল। আশা করি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।
কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন, আমি জানি,দল আমাকে নোটিশ করবে আমি আমার সিদ্ধান্তে অটল।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিলো ৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১২ মে। প্রতীক বরাদ্দ হয় ১৩ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে।
Leave a Reply