শাহাদাৎ হোসেন সরকারঃ আশুলিয়ার ভাদাইলে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে তাইজুল বাহিনী তান্ডব চালিয়েছে।
শুক্রবার (১০ মে) রাত ১১,৩০ মিনিটের সময় ভাদাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাদক ব্যবসায়ী তাইজুল ইসলামের মাদক আস্তানার সামনে এঘটনা ঘটে।
জানা যায় তাইজুল ইসলাম রাত ও দিনে মাদক আস্তানা সামনে থেকে মাদক বিক্রি করে থাকে, ঔদিন রাতে বিদ্যুৎ না থাকায় স্থানীয় জাহিদ মিয়ার ভাড়াটিয়া জীবন ইসলাম ও কামরুল ইসলাম বাসার সামনে বাতাস খাওয়ার উদ্দেশ্যে না জেনে মাদক আস্তানার পাশে বসে ছিলেন।
হঠাৎ মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম তাদেরকে সরে যেতে বলেন সরে যেতে দেরি হওয়ায় তাইজুল বাহিনীর প্রধান শাহ আলম সহ ১০/১৫ এসে অতর্কিত হামলা চালায়। এতে জীবন ইসলাম ও কামরুল ইসলাম গুরুতর আহত হয়। জানা যায় মাদক ব্যবসার সমস্যা হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটে।
পরে তাইজুল ইসলামের টর্চারিং ছেলে নিয়ে মারধর করা হয়, এলাকাবাসী খবর পেয়ে তাদেরকে উদ্ধার করেন।
এক পর্যায়ের জীবন ইসলামের গর্ভবতী স্ত্রীর বাঁধা প্রদান করিলে তাকেও মারধর করে এবং তার পেটে একাধিক লাথি মেরে দুই মাসের বাচ্চা নষ্ট করে দেয়।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে মোঃ সোহেল মোল্লা উপপরিদর্শক আশুলিয়া থানা বলেন এ ঘটনায় মঙ্গলবার রাত্রে তাইজুলকে গ্রেফতার দেখিয়ে একটি মামলা দায়ের করে গ্রেফতার কৃত তাইজুলকে বুধবার সকালে আদালতে পৌরন করেন।
জানা যায় তাইজুল ও শাহ আলম পুরো আশুলিয়া জুড়ে চালাচ্ছে ক্রাসের রাজত্ব।
শাহ আলম আশুলিয়া থানার নাম বিক্রি করে আশুলিয়া এলাকায় পলি দোকান, কেরাম বোর্ডের দোকান, কলা দোকান, ভাঙারি দোকান, থেকে নিচ্ছে মাসিক চাঁদা।
তাইজুল ইসলাম করছেন মাদক ব্যবসা জুয়ার ব্যবসা সহ ফুটপাত চাঁদাবাজী।
একাধিক পত্র পত্রিকায় ইতিপূর্বে সংবাদ প্রকাশ হলেও কোন এক অদৃশ্য ছত্র ছায়ায় কিছুই হয় না তাদের। বর্তমানে জিরো থেকে হিরো তাইজুল শাহ আলম।
এলাকাবাসী বলছেন এরা দীর্ঘদিন যাবত আশুলিয়া ও গাজীপুরে চালাচ্ছে জুয়া মাদক, নারী দিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা এ ছাড়াও অনেক অপরাধের সাথে জড়িত এই বাহিনী। এদের খুঁটির জোর কোথায়।
Leave a Reply