নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন সফল করতে সোমবার চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোহসীন উদ্দিন খানের নেতৃত্বে নমরহাটে আনারস প্রতীকের সমর্থনে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় চরকালেখান ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেনসহ স্থানীয় আঃ লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ,স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীকের প্রার্থী। তিনি বিগত ১০ বছর যাবৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে করেছেন। গণসংযোগ শেষে হাজী মোঃ মোহসীন উদ্দিন খান বলেন, আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু রাজনৈতিক ধারাবাহিকতায় একজন সাদামনের মানুষ। তিনি সব সময় এলাকায় থেকে মানুষের সেবা করতে চায়। তাই আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply