এস এম জহিরুল ইসলামঃ আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুক আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন মুলাদী উপজেলা ও পৌরসভা ওয়ার্কার্স পার্টি। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট শেখ টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা আঃ লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ দুলাল মাহমুদ, বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভাপতি ও চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খানসহ মুলাদী উপজেলা ও পৌর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আঃ লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে শেখ টিপু সুলতান বলেন, আগামী ২১ মে পর্যন্ত ওয়ার্কার্স পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীকে আনারস প্রতীকের সমর্থনে মাঠে থাকতে হবে। আনারসকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।
Leave a Reply