নিজস্ব প্রতিবেদকঃ খাদিজা আক্তার রিতা খান। মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর সহধর্মিণী। ভোটের মাঠে আনারসের প্রচারনায় ইতিমধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। আনারস প্রতীকের প্রাণী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তার প্রচারনা চলছে নানা চমকের মধ্যে দিয়ে। সুধীজনরা বলেন মুলাদী উপজেলায় আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একটি জনপ্রিয় আলোকিত নাম। আগামী নির্বাচনেও জনগন তাকে চায় চেয়ারম্যান হিসেবে। নির্বাচন উপলক্ষে মুলাদীর ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আনারসের পক্ষে চলছে ব্যাপক প্রচার।
সেই প্রচারে মহিলা ভোটারদের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছেন খাদিজা আকতার রিতা খান। নির্বাচন আচরণবিধি মেনে তিনি প্রতিদিন উপজেলার প্রতিটি ভোটারের কাছে হাজির হচ্ছেন আনারস প্রতীক নিয়ে। ভোট চাচ্ছেন তার জীবন সংগী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর জন্য। বিশেষ করে রিতা খান তার ব্যবহার দিয়ে ইতিমধ্যে জয় করে নিয়েছেন নারী ভোটারদের হৃদয়। আগামী ২১ মে কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন তিনি। মুলাদীর ভোটার মাঠে রিতা খান একটি প্রচারনার মডেল। উপজেলার প্রত্যন্ত এলাকার নারী ভোটাররাও তাকে স্বাচ্ছন্দ্যে গ্রহন করে আনারস প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Leave a Reply