মোঃ রেজাউল ইসলামঃ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি লিঃ এর সোনারগাঁ জোনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত ১৩ মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ উচ্ছেদ অভিযানে মিরের টেক ও নয়াপুর এলাকায় মোট ৪ টি পুনঃ সংযোজনকৃত গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। যার মোট এড়িয়া প্রায় ৫ কিলোমিটার। এই উচ্ছেদ অভিযানের আওতায় প্রায় ১৫০০ টি আবাসিক চুলা রয়েছে। এ সময় ২ টি লিকেজও মেরামত করা হয়। এ সময় তিতাস গ্যাস কতৃপক্ষ গণমাধ্যমকে জানান, অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
Leave a Reply