মোঃ তাজু স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রী প্রিয়াংকা কে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলার বাদী সম্রাট অভিযোগে বলেন। আমার ভাগ্নি প্রিয়াঙ্কাকে হত্যা করে মামলার আয়ু কে ম্যানেজ করে আত্মহত্যার নাটক সাজিয়েছে এ কারণে ওই মামলার আয়ু ইন্সপেক্টর আনিসুজ্জামান কে ইতিপূর্বে প্রত্যাহার করা হয়েছে বলে জানায়। তিনি আরো বলেন। ঘরের বাসের চিকন বাতায় লাগানো ২৫০ টাকার পাগলু ফ্যানে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানান ওই হত্যাকারী পরিবার রা। সে ক্ষেত্রে আমার সন্দেহ হলে সরোজমিনে দেখে বুঝতে পেরেছি যৌতুকের দায়ে আমার ভাগ্নিকে অমানবিক নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে ওড়না দিয়ে ফাঁস লাগানোর নাটক সাজিয়েছে। এদিকে বছর পেরিয়ে গেলেও আসামিদের জমানবন্দীর প্রতিবেদনে দাখিলে বিলম্ব হচ্ছ কেন এ বিষয়ে সৈয়দপুর থানা তদন্ত উপ- পরিদর্শক ইন্সপেক্টর রাসেল পারভেজ বলেন মামলার তদন্ত চলমান রয়েছে।
গত ২৮ ডিসেম্বর ২০২৩ ইং মিস্ত্রিপাড়া সেতু গেট এলাকার বাদশার ছেলে মোহাম্মদ বিজয়( ২২) তার স্ত্রী প্রিয়াংকাকে যৌতুকের দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে অমানবিক নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করেন। পরে আত্মহত্যা বলে ধামাচাপার দেয়ার চেষ্টা করে। এদিকে ময়না তদন্তের প্রতিবেদনে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আরো এলাকা সূত্রে জানা যায় স্বামী বিজয় প্রিয়াংকা কে বিভিন্ন সময় যৌতুকের টাকা আনতে বলে তার স্ত্রীকে টাকা না দেওয়ায় ঝগড়াঝাটি লেগেই থাকতো যৌতুকের টাকা না পাওয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন। তবে ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় ঘটনা সত্যতা উঠে এসেছে।
Leave a Reply