নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এখানে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, গত ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, তার প্রতীক আনারস। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, তার প্রতীক দোয়াত কলম এবং ইঞ্জিনিয়ার তারেক হোসেন তার প্রতীক ঘোড়া। এই তিনজন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে একটি মতবিনিময় সভার মাধ্যমে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে সমর্থন জানান ঢাকাস্থ মুলাদীবাসী। মুলাদী ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ঢাকায় বসবাসকারী বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতবিনিময় সভা আয়োজক কমিটির আহ্বায়ক হাজী মোঃ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মোহসিন উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান নীলু। এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে আনারস প্রতীককে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ড. আমিনুল হক কবির, সাবেক ব্যাংকার আব্দুস সালাম ফরাজী, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম খান, লেঃ কর্ণেল (অবঃ) আব্দুল খালেক, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক কার্যকরী সদস্য এডভোকেট সাফায়েত হোসেন সজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ আবুল কালাম শিকদার, সাবেক ছাত্রনেতা মোঃ হাবিবুল্লাহ কঁচি, বিশিষ্ট ব্যবসায়ী খালিদ হোসেন চৌধুরী, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমডি আলাউদ্দিন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ আলী চৌধুরী চঞ্চল, বাটামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কমরউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী এম এ আজিজ ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এ এম জহিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কৃষকলীগ নেতা মোঃ হারুন-অর-রশিদ, বাটামারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুজ্জামান ভূইয়া, সাবেক ছাত্রনেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মেহেদী হাসান অপু তালুকদার, যুবলীগ নেতা আজমীর হোসেন, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আহসানুর রহমান নিরব সিকদার, মোঃ মনির আকন, মোঃ গোলাম কবির খোকন সরদার, বিএম মোজাম্মেল হোসেন, এম আলাউদ্দিন, শরীফ সাহাজুল ইসলাম, ধানমন্ডি থানার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী কামরুন্নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন শরীফ, কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুরুল আমিন নুরু ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিশু হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত মুলাদীর প্রায় ৬ শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি বিগত ১০ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এলাকার দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম করেছেন। তিনি সদাহাস্যউজ্জল একজন সাদামনের মানুষ। আগামীতে পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা কাজে লাগিয়ে একটি আদর্শ মুলাদী প্রতিষ্ঠার চেষ্টা করবেন। তাই দলবল নির্বিশেষে আনারস প্রতীকে আলহাজ্ব তারিকুল হাসান মিঠুকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বক্তারা মুলাদীবাসীর প্রতি আহ্বান জানান।
Leave a Reply