1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাজুস ফটিকছড়ি উপজেলা কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চরফ্যাশনের স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজন-আমানসহ শত শত পরিবারকে পথে বসিয়েছে নওগাঁয় আওয়ামীলীগ অফিসের লিফটের রেলিং চুরির সময় নিচে পড়ে নিহত- ১ বোয়ালমারীতে বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী বিন্দু মাসি গ্রেপ্তার শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ খালিশপুরে ইভটিজিং ও মাদক বিক্রির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বিএনপি কার্যালয়ের সামনে নেত্রীকে মারপিট, মহিলা দলের তিন নেত্রী বহিষ্কার উপকুলে সাস্থ্যসেবা নিশ্চিতে কয়রায় নৌ- অ্যাম্বুলেন্সের দাবি গাজীপুরে মাদক কারবারি আটক, প্রভাবশালীর চাপে ছেড়ে দেওয়ার অভিযোগ নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির 

ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি।

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৪৮ দেখেছেন

খালেদ হাসান, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সমতল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভূমি ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকের ফসলি জমি। উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা মৌজার সিংটারী এলাকার ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু তোলার এমন অভিযোগ পাওয়া গেছে।

একটি প্রভাবশালী মহলের যোগসাজসে ওই গ্রামের মাসুদ ও হাফিজুর অন্যের জমি জোড় পূর্বক দখল করে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ড্রেজার মেশিন দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে পাশের ফসলি জমি ও আশপাশের পরিবেশের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় জমির মালিক ভূমি দস্যুর আতঙ্কে নাম প্রকাশে অনিচ্ছুক জানান, যে জমি থেকে বালু তোলা হচ্ছে সেটি আমাদের দুই বোনের জমি। কিন্তুু ভূমি দস্যু মাসুদ ও হাফিজুর আমাদেরকে কোন কিছু না জানিয়ে জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তলন করছে। পরবর্তীতে আমরা জানতে পেরে বাধা প্রদান করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিলে ভূরুঙ্গামারী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন সেই জমিসহ আশপাশের সমস্ত জমি বালু তোলার কারণে জমির তলদেশ ফাঁকা হয়ে যাবে। এতে যে কোনো সময় বিশাল এলাকা নিয়ে জমি ধসে যেতে পারে।

স্থানীয়রা আরো জানান, বালু তোলা বন্ধ করতে বললে তারা কোনো কথাই না শুনে ১১ মে শনিবার রাতের আধারে আনুমানিক রাত ০২ টার দিকে পুনরায় বালু উত্তোলন কার্যক্রম চালু করলে স্থানীয় লোকজন থানায় জানান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যাই কিন্তুু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পার্শ্ববর্তী জমির মালিক বালু উত্তোলনে তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ভূমি দস্যু চক্রটি। তাই নিজেদের ফসলি জমি রক্ষার্থে নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বালু উত্তোলন কারি মাসুদ ও হাফিজুরের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com