স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার: গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা মহাম্মদ ইদি আমিন বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী, আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান চেয়ারম্যান, এ্যাড. রিনা পারভীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট।
গাজীপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১২০ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী নাজমুল আলম জুয়েল উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী,গাজীপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাছিনা সরকার। তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬২৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দী মৌসুমী রেজা বৃষ্টি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৭৬৪ ভোট
Leave a Reply