কক্সবাজার জেলা প্রতিনিধি, ৯ মে,২০২৪ ইংরেজি: কক্সবাজারের রামুর ক্রাইম জোন খ্যাত গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় ২ সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আবারো খুনের ঘটনা ঘটেছে।৯ মে দিবাগত রাত দেড় ঘটিকার সময় সন্ত্রাসী আলমগীর গ্রুপের সাথে ঈদগড় এলাকার আরেক ত্রাস করিম মৌলভী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলমগীর গ্রুপের আবুল কাশেম (৩৯) নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্হলে প্রাণ হারান।
বড়বিল এলাকার বাসিন্দা ও নিহত আবুল কাশেম এর আত্নীয় জোনায়েদ জানান, এলাকায় ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একাধিক রক্তপাতের ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম মরহুম আলী আহমেদের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আবুল কাশেম কে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় এ রিপোর্ট লেখা কালীন সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Leave a Reply