শাহাদাৎ হোসেন সরকারঃ আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন সরকারি (২৯.৬৮) শতাংশ জমি উদ্ধার করেছে আশরাফুর রহমান সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল ।
জানা যায় বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস, এস এ ০১নং দাগ হতে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ যাহা সি এস, এস এ, আর এস, বি আর এস চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি।
দখলকৃত উক্ত জমি (০৯/০৫/২০২৪ ইং) বৃহস্পতিবার সরেজমিনে উদ্ধার করে সরকারের দখলে ও নিয়ন্ত্রণে আনা হয়, এবং জেলা প্রশাসক মহোদয়ের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়।
এসময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান সোহাগ। বলেন একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায়( ২৯.৬৮) শতাংশ সরকারী খাস জমি দখল করে রাখছিলেন।
আজ (৯ মে) বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে তিনি উক্ত জমি দখল মুক্ত করেন।
উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক প্রায় সাড়ে তিন কোটি টাকা ছিলো বলেও জানান তিনি ।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান সোহাগ, সহকারি কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল।
মোঃ হাবিবুল্লাহ কার্নগো, মোঃ আবু বক্কর সিদ্দিক সার্ভেয়ার সহকারি কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল প্রমুখ।
Leave a Reply