হুমায়ূন কবির ( বিশেষ প্রতিনিধি): তরুণ স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
৩রা মে ২০২৪ইং সভা শেষে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মিজান রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাবুবুর রহমান সৌরভ , আহমেদ সজিব, আলি আহমেদ, এস এম ফরিদ উদ্দিন প্রমুখ।
এবারের কমিটিতে বেশ কয়েকটি পদে চমক রাখা হয়েছে। কয়েকজনের পদবিন্যাস করা হয়েছে। পদক্রমে বেশ পরিবর্তন আনা হয়েছে। কিছু নতুন মুখও রাখা হয়েছে কমিটিতে।
৪১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে চমক রাখা হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা পরিষদে ও নতুনদের অন্তর্ভুক্ত করে গোলাম কিব্রিয়া রাজা কে প্রধান উপদেষ্টা করে ২৮ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন, মোঃ সালাহ উদ্দিন,
সহসভাপতি মোঃ বেলায়েত হোসেন মিঠু,সাধারণ সম্পাদক তাস্লিমা সুলতানা মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিকা আলম প্রেমা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সরকার পিংকি, সহ সাংগঠনিক সম্পাদক মরিয়ম মীর লাবান্য,কোষাধক্ষ বিথী আক্তার, প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ মুরাদ হোসেন।
কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা হলেন,এইচ এম মহশিন, শেখ লায়লা, ফয়সাল আহমেদ মুন্না, মোঃ ইম্রান হোসাইন, নুস্রাত জাহান পিংকি , মোঃ সাইদুল ইসলাম, মোঃ পারভেজ আহমেদ, আবু ওবায়েত সানি, মোঃ শাহিন, মোঃ ঈসমাইল হোসেন, ফাতেমা আক্তার নুপুর, ফরহাদ হোসেন সিয়াম, নাঈম মোল্লা, ফরিদা আক্তার সিমলা, মাওয়া মুনিয়াত, জান্নাতুল ফেরদৌস জান্নাত, ইসরাত জাহান ইভা, সোহাদা আক্তার লামিয়া, মোসাঃ তারিন আক্তার, আদনান মিছির, সিদরাতুল আরোহী, মিতু আক্তার, মোঃ মারুফ ইসলাম, রাফসান আহমেদ রাসেল, আকরাম হোসেন প্রান্ত, নুর আলম, নাইমুল হাসান শান্ত
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হয়েছেন- গোলাম কিবরিয়া খান রাজা, মিজানুর রহমান, সালেহ আহমেদ সজিব, মাহবুবুর রহমান সৌরভ, মোঃ তারেকুল হাসান ইমাম, মোসাঃ কহিনুর আকতার, মোঃ আবদুল করিম, মোঃ সায়েম ইসলাম, জাহানারা ফেরদৌস সেফু, অ্যাডভোকেট আল আমিন, মোঃ হাবিব খান, সিহাব উদ্দিন সিয়াম, মিন্টু আকরাম, মোঃ নুর আলম রানা, মোঃ গোলাম রাসুল ( চেয়ারম্যান আইন বিভাগ, ইসলামী ইউনিভার্সিটি), মোহাম্মদ মামুন মিয়া ( প্রিন্সিপাল, মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজ), মোঃ হাফিজুর রহমান ( কোডিনেটর, হায়দার আলী হাই স্কুল এন্ড কলেজ), আলি আহমেদ ( শিক্ষক, মানিক নগর হাই স্কুল), মোসাঃ কহিনুর আক্তার ( শিক্ষিকা, কাজী জাফর উচ্চ বিদ্যালয়), এস এম ফরিদ উদ্দিন (শিক্ষক কাজী জাফর উচ্চ বিদ্যালয়), এস এম জহিরুল ইসলাম (চেয়ারম্যান , আর জে এফ ), মোঃ আব্দুল করিম ( সাংবাদিক, ৭১ টেলিভিশন), রাশেদুল ইসলাম (সাংবাদিক, আর টি ভি), হোসাইন রানা ( সাংবাদিক, নাগরিক টিভি), নুরুন নাহার রিতা( সম্পাদিকা, নবজীবন পত্রিকা),মোঃ আমিনুল ইসলাম ( সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার), হুমায়ূন কবির ( সাংবাদিক, দৈনিক ঘোষনা )।
Leave a Reply