নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতিক বরাদ্দ পেয়ে নাজিরপুর ইউনিয়নের বার্ণীমদন জয়বাংলা বাজারে ৭, ৮, ৯ নং ওয়ার্ডের যৌথ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নাজিরপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি প্রভাষক বদরুল আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঃ লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য ড, আমিনুল হক কবির, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোঃ হাবিবুল্লাহ কচিঁ,ঢাকা মহানগর উত্তরের বৃহত্তর মিরপুর থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ, মুলাদী উপজেলা আঃ লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ দুলাল মোল্লা, সহ- সভাপতি হাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাফায়ত হোসেন সজীব, বাটামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিকদার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান শরীফ, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তি মাহমুদ। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ড, আমিনুল কবির বলেন, একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জনগনকে প্রশাসনের ভয় দেখাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে প্রশাসন দিয়ে কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে নিয়ে যাবে। এ ছাড়াও নির্বাচনের অনেক দিন বাকি থাকলেও ঐ মহলটি ভোটারদেরকে নানা ভয়ভীতি দেখানো শুরু করছে। ড, আমিনুল কবির এ সব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, কেউ ঐ সন্ত্রাসী চক্রের অপপ্রচারে কান দিবেন না। প্রশাসন জনগনের সেবক। তাদের সহযোগিতায় মিলাদীতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে আনারস প্রতিকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, আপনাদের মুল্যবান ভোটে বিগত ১০ বছর যাবৎ দায়িত্ব পালন করতে গিয়ে কোন ভুল হলে ক্ষমা করে দিয়ে মুলাদীর ধারাবাহিক উন্নয়ন ও জনগনের পাশে থাকার জন্য পুনরায় আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি কথা দিলাম আগের মতই আপনাদের পাশে থাকব এবং আপনারাও সব দিক থেকে মুলাদীতে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। মিঠু খান আরও বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে শান্তিপুর্নভাবে ভোট দিবেন। কারও ফাঁকা বুলিতে কান দিবেন না। কারন আমি মুলাদীরই সন্তান। আমরা সব বিষয়ে সজাগ থাকব ইনশাল্লাহ।
Leave a Reply