২য় পর্বঃ
এস এম জহিরুল ইসলামঃ ধরেন আমার সাংবাদিকতা করার খুব শখ। পরিচিত অনেকেই সাংবাদিকতা করে। আমি কারও মাধ্যমে একটি গণমাধ্যমের পরিচয়পত্র সংগ্রহ করলাম। কিন্তু সংবাদ ও সাংবাদিকতা সম্পর্কে আমার তেমন কোন জানাশুনা নেই। সংবাদ লিখতেও পারি না।
ঐ দিকে পত্রিকা অফিস থেকে নিউজের জন্য চাপ দেয়। কিন্তু নিউজ পাব কৈ। ঐ দিকে বন্ধুদের সাথে ঘরতে ঘুরতে স্থানীয় প্রশাসনের সাথে পরিচয় হয় এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ নিউজ গ্রুপের সাথে আমি এড হই। এখন প্রতিদিন আমার মোবাইলে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সংবাদ, জেলা ও উপজেলা প্রশাসনের সংবাদ অটোমেটিক চলে আসে। আমি মাঝে মাঝে সেখান থেকে ২/১ টি নিউজ কপি করে পত্রিকা অফিসে পাঠাই। এ ছাড়াও বন্ধু সাংবাদিকদের কাছ থেকে মাঝে মাঝে কপি করে নিউজ পাঠাই। তাই ছেপে দেয় পত্রিকা অফিস। কিন্তু আমি নিজে কোন সংবাদ সংগ্রহ বা প্রতিবেদন তৈরী করি না।
নিজে নিউজ লেখার যেমন চেষ্টা করি না আবার শেখার চেস্টাও করিনা। কিন্তু আমার গলায় একটি কার্ড আছে।
এখন আমার প্রশ্ন হলো আমিও কি সাংবাদিক। ( চলবে)
Leave a Reply