নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪০৬ ক্যান বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আট করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইকবাল হোসেন (৪৮)। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বারইখালী গ্রামের আঃ মান্নানের পুত্র। আজ সোমবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, জব্দকৃত ৪০৬ ক্যান বিয়ারের (মাদকে)’র আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৮৪,২০০ টাকা। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply