এস এম হুমায়ুন কবির, কক্সবাজার: কক্সবাজারের রামুতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুইজন অস্ত্র কারবারী দলের মধ্য এক জন ছিল এম,ইউপি সদস্যসহ তার দেরক্ষি কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক এম ইউপি রুস্তম আলী ও শওকত আলী কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের
বৈদ্যর পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে,এম ইউপি রুস্তম আলী তারা অবৈধভাবে অস্ত্র ব্যবসায় সক্রিয় সদস্য। তিনি নতুন করে রুস্তম আলী ওরফে ডাকাত রুস্তম সহযোগী ও দেহরক্ষী শওকত আলী। তার বিরুদ্ধে অস্ত্র,চোরাচালান,ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সাজ্জাদ হোসেন বলেন, এম ইউপি রুস্তম আলী তার বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা ও অপরাধী চক্রের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
শনিবার ভোররাতে রামুর ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকার রাস্তার মাথায় কতিপয় দুষ্কৃতিকারী বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এম ইউপি রুস্তম আলীসহ ৩/৪ জন দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, ‘আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১টি স্মার্ট ফোন ও ০১টি বাটন ফোন (০২টি সীমসহ) জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তিদের স্বীকারোক্তি দিয়েছে, নিজেদেরকে অস্ত্র কারবারী বলে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে বলে জানায়। এছাড়াও তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট নিয়মিত বিক্রয় করা স্বীকার করেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন।
Leave a Reply